বর্ষায় অপরুপ বিলাইছড়ি ধুপপানি ঝর্ণা এবং মপ্পোছড়া ঝর্ণা ভ্রমণ জাকির হোসেন বিল্লাহ মামুন ভাই অনেক দিন আগে ধুপপানি ঝর্ণা এবং মপ্পোছড়াঝর্ণা ভ্রমণের ইভেন্টে দাওয়াত দিয়েছিল । অনেক দিন আগে হওয়াতে আমি তখন বুঝতে পারিনি যেতে পারব কি পারব না । দূর্গাপূজা এবং আশুরার দুইদিন বন্ধ । এক সপ্তাহ আগে সাইফুল আর সুহৃদ বলে চল , এই বন্ধে কোথাও ঘুরতে যাই । সাইফুলকে বলি যাবো যদি সব খরচ তুমি দাও । সাইফুল বলল দিব । আমরা ট্যুর প্ল্যান করি । কোথাও যাওয়া যায় তা নিয়ে চিন্তা করি । সুহৃদ বলে সিলেটের হামহাম ঝর্ণা দেখতে যাবে । মামুন ভাই আমাকে ধুপপানি ঝর্ণা এবং মম্পছড়া ঝর্ণা ঘুরতে যাওয়ার ইভেন্টে দাওয়াত দিয়েছিল , তা মনে আছে । আমি সুহৃদ আর সাইফুলকে বলি চলো , মামুন ভাইদের সাথে যাই । তারা রাজি হয় । মামুন ভাইকে মেসেজ দেই , আমরা তিনজন যাবো আপনাদের সাথে । মানুন ভাই বলে , জাকির তুমি এবার ও লেট । কারণ এর আগে মামুন ভাইয়েরা টাঙ্গুরের হাওয়ার যাওয়ার দুই এক দিন আগে আমি জানিয়েছিলা...