Posts

Showing posts from May, 2017
Image
বর্ষায় অপরুপ বিলাইছড়ি ধুপপানি ঝর্ণা এবং মপ্পোছড়া ঝর্ণা ভ্রমণ জাকির হোসেন বিল্লাহ মামুন ভাই অনেক দিন আগে ধুপপানি ঝর্ণা এবং মপ্পোছড়াঝর্ণা ভ্রমণের ইভেন্টে দাওয়াত দিয়েছিল । অনেক দিন আগে হওয়াতে আমি তখন বুঝতে পারিনি যেতে পারব কি পারব না । দূর্গাপূজা এবং আশুরার দুইদিন বন্ধ । এক সপ্তাহ আগে সাইফুল আর সুহৃদ বলে চল , এই বন্ধে কোথাও ঘুরতে যাই । সাইফুলকে বলি যাবো যদি সব খরচ তুমি দাও । সাইফুল বলল দিব । আমরা ট্যুর প্ল্যান করি । কোথাও যাওয়া যায় তা নিয়ে চিন্তা করি । সুহৃদ বলে সিলেটের হামহাম ঝর্ণা দেখতে যাবে । মামুন ভাই আমাকে ধুপপানি ঝর্ণা এবং মম্পছড়া ঝর্ণা ঘুরতে যাওয়ার ইভেন্টে দাওয়াত দিয়েছিল , তা মনে আছে । আমি সুহৃদ আর সাইফুলকে বলি চলো , মামুন ভাইদের সাথে যাই । তারা রাজি হয় । মামুন ভাইকে মেসেজ দেই , আমরা তিনজন যাবো আপনাদের সাথে । মানুন ভাই বলে , জাকির তুমি এবার ও লেট । কারণ এর আগে মামুন ভাইয়েরা টাঙ্গুরের হাওয়ার যাওয়ার দুই এক দিন আগে আমি জানিয়েছিলা...